দেবিদ্বারে মাটিবাহী ট্রাক চাপায় ৬ বছরের এক শিশুর মৃত্যু

পারভেজ সরকার, দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে মাটিবাহী একটি ট্রাকের চাপায় মো. হাফেজ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইউছুফপুর বাসস্ট্যান্ড এলাকার কুমিল্লা–সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ ইউছুফপুর ইউনিয়নের মোগসাইর গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কের পাশের একটি দোকান থেকে চিপস আনতে গেলে হাফেজকে চাপা দেয় দ্রুতগতির মাটির ট্রাকটি। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে।

স্থানীয় বাসিন্দা ইমন বলেন, “ট্রাকচালক রাস্তা থেকে নিচে নামিয়ে গাড়ি চালাচ্ছিল। চারদিকে শিশুটির মাথা-মগজ ছিটকে পড়ে আছে। গাড়িটি ফুলমালা ব্রিকসের মালিকানাধীন। চালকের সর্বোচ্চ শাস্তি চাই।”

নিহতের চাচা মো. নবির অভিযোগ, “আমার ভাতিজা তার মায়ের সঙ্গে খালার বাড়ি যাচ্ছিল। ফুলমালা ব্রিকসের মাটির ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করেছে। আমরা বিচার চাই।”

মিরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘাতক চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা করা হবে এবং চালককে আটকের চেষ্টা চলছে।