নাঙ্গলকোটে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

তাজুল ইসলাম,নাঙ্গলকোট।।
কুমিল্লার নাঙ্গলকোটে করোনার উপসর্গ জ্বর, ডায়রিয়া ও গলা ব্যাথা নিয়ে মঙ্গলবার সকালে মোশাররফ হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার দোলখাঁড় ইউনিয়নের দোলখাঁড় তালুকদার বাড়ির আলী আক্কাছের ছেলে। সে নার্সারী ব্যবসায় জড়িত ছিল। তাঁর ২ ছেলে ১ মেয়ে রয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরন করেছে। করোনা আক্রান্ত রোগীদের দাফনে গঠিত উপজেলা দাফন কমিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী ওইদিন দুপুরে তাঁর দাফন সম্পন্ন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করেছে। রিপোর্ট পাওয়া গেলে সে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কিনা জানা যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডাক্তার দেবদাস দেব বলেন, সে গত ১৫ দিন থেকে জ্বেের আক্রান্ত ছিল। গত ৪দিন থেকে তাঁর ডায়রিয়া। এছাড়া হালকা গলা ব্যাথা ছিল। গতকাল সকালে হঠাৎ করে সে মারা যায়। সে বাড়িতে থেকে স্থানীয় এক পল্লী চিকিৎসের চিকিৎসা নিচ্ছিল। আমাদের সাথে কোন যোগাযোগ করেনি। তাঁর আশেপাশে কেউ বিদেশ থেকেও আসে নাই। আমরা তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করেছি। রিপোর্ট পাওয়া গেলে সে করোনায় আক্রান্ত ছিল কিনা জানা যাবে।