সৈয়দ খলিলুর রহমান, দেবিদ্বার।।
র্যালী আলোচনা, কেককাটা, কোরান খতম, বিশেষ প্রার্থনাসহ নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদ্যাপন করেছে শেখ রাসেল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার দিনের শুরুতে ৭৭ জন শিশু-কিশোর নিয়ে সংসদ ভবনের সামনে র্যালী করে কেক কাটেন আয়োজকরা। এর পর বেলা দুইটা থেকে দেবিদ্বার উৎসব কমিউনিটি সেন্টারে ৩০ জন আলেমের দায়িত্বে কোরান খতম, সনাতন ধর্মাবলম্বীদের অংশ গ্রহনে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।
শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি ডাক্তার ফেরদৌস খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, মহিলা শ্রমিক লীগের উপজেলা সভাপতি শাহিনুর লিপি।
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন সরকারী রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদের পেশ ইমাম মাওলানা আওলাদ হোসেন মুরাদী।