বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাছিবুল ইসলাম সবুজ, কুবি

 

কুমিল্লার বুড়িচং থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলামের সাথে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. সাফি, সাহিত্য সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহাম্মদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল্লাহ এবং নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রনি, আশিক ইরান, মো. তাজুল ইসলাম, হাসিবুল ইসলাম সবুজ, মারুক হোসেন ও মো. কিবরিয়া।

মতবিনিময় সভায় নবাগত ওসি শাহিনুল ইসলাম বুড়িচং থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। চুরি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যমের তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।