ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলী আকবর মুন্সি বাড়ি এলাকায় পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ জেরে শফিকুল ইসলাম গং ও মৃত সুন্দর আলী ছেলেদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সুন্দর আলী ছেলেদের বিরুদ্ধে ১৫ শতক জমি দখলের অভিযোগ উঠেছে।
বুধবার (২১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছে ভুক্তভোগী। এর আগে জমি নিয়ে বিরোধের ঘটনায় কুমিল্লা দক্ষিণ জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে শফিকুল ইসলামের বড় ছেলে সোহরাব হোসেন ৫ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন- শিদলাই ৯নং ওয়ার্ডের মৃত সুন্দর আলীর ছেলে নানু মিয়া (৫৫), অলি উল্লাহ মেন্টু (৫০), বেদন মিয়া (৪৬), মৃত আবদুল মতিনের ছেলে মহসিন (৩৪) ও মো. জুয়েল রানা (৩২)। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও গত ২১ জানুয়ারি সকালে অভিযুক্তরা বহিরাগত লোকজন ভাড়া করে বাদীর বাড়ির দক্ষিণ পাশে পুকুরপাড়ের একাধিক গাছ কেটে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে অভিযুক্তরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।
পরবর্তীতে বিষয়টি ব্রাহ্মণপাড়া থানাকে অবগত করলে পুলিশ লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়। পরে বাদী ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন— মৃত সুন্দর আলীর ছেলে নানু মিয়া (৫৫), অলি উল্লাহ মেন্টু (৫০), বেদন মিয়া (৪৬), মৃত আবদুল মতিনের ছেলে মহসিন (৩৪), নানু মিয়ার ছেলে মো. জুয়েল রানা (৩২), অলি উল্লাহ মেন্টুর ছেলে মো. হাবিব (২০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন।
অভিযোগ পাওয়ার পর বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় অভিযুক্তরা গাছ কাটছে। এ সময় পুলিশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়।
বর্তমানে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান বাদী।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।”
অপরদিকে, ব্রাহ্মণপাড়া থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান জানান, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখি কিছু লোক গাছ কাটছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উভয় পক্ষকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।”