গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই বাজারে ভয়াবহ আগুন লেগে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১১ জানুয়ারী) রাত আনুমানিক সারে ১২টায় শিদলাই বাজারে এই ভয়াবহ দূর্ঘটনা ঘটে।
এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি দর্জি দোকানে প্রথমে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিকভাবে আগুন দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে প্রায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং তিনটি দোকানের আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। এবিষয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, আগুন লাগার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভুক্তভোগীরা জানিয়েছেন, এতে করে প্রায় ৮০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তারা এখন প্রায় সর্বশান্ত হয়ে পড়েছে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।