আন্তর্জাতিক রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প। এবার ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে নিজেকে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নাটকীয় রাজনৈতিক প্রেক্ষাপটে প্রকাশিত এই পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও জল্পনা।
সোমবার (১২ জানুয়ারি) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ডিজিটাল ছবি পোস্ট করেন। ছবিটিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম দেখা যায়। দৃশ্যত এটি অনলাইন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার একটি সম্পাদিত বা পরিবর্তিত অংশ বলে মনে হচ্ছে, যেখানে ২০২৬ সালের জানুয়ারি থেকে তাকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওই ছবিতে ট্রাম্পের রাজনৈতিক পরিচিতিও তুলে ধরা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয় এবং সর্বশেষ ২০ জানুয়ারি ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন বলেও লেখা রয়েছে।