মেঘনা উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মো.জাহাঙ্গীর আলম,মেঘনা।।
কুমিল্লার মেঘনা উপজেলা প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন আগামী ২৯ নভেম্বর। এতে সভাপতি পদে ১ম বারের মত প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর হোসেন।

জানা যায়, গত শনিবার (১৫ নভেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আলমগীর হোসেনসহ ৩ পদের প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ মামুনুর রশিদ, নির্বাচন কমিশনার আলম শাহ আয়ন ও নাজমুল যৌথ স্বারিত এক চিঠিতে এ তথ্য জানায়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সভাপতি পদপ্রার্থী মোঃ আলমগী হোসেনকে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়া আরো ২ প্রার্থী সাধারন সম্পাদক পদে মোঃ জাকির হোসেন ও সাংগঠনি সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিধি মোতাবেক তাদেরকে ও বিজয়ী ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন মেঘনা উপজেলা প্রেস ক্লাব। এটা জাতির বিবেক সংগঠন। এ সংগঠনের নির্বাচন দেখে সবাই যাতে গনতন্ত্রের জন্য আরো বেশী অনুপ্রাণিত হয়। সেই ধরনের আচরণ আমরা সবার কাছে প্রত্যাশা করবো।

কুমিল্লা থেকে প্রকাশিত বহুল প্রচারিত ‘কুমিল্লার পেপারে’র মেঘনা উপজেলা স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম সহ নির্বাচিত মেঘনা উপজেলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে কুমিল্লার পেপারের পক্ষ থেকে অভিনন্দন।