মেঘনায় বুদ্ধিপ্রতিবন্ধীকে মারধর করে কবরস্থানের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় মো. সজল মিয়া (৫৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে নির্মমভাবে মারধর করে কবরস্থানের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ ডিসেম্বর) ভোর বেলায়।

জানা যায়, মেঘনা উপজেলার মানিকারচর চির কুমার মোস্তফা পীরের উরশ উপলক্ষে বাউল পালা গানের আয়োজন ছিল। বাউল গানের আসর থেকে গান শেষে বাড়ি ফেরার পথে উপজেলার জয়পুর ইউনিয়নের উজানচর নয়গাঁও এলাকার মো.শামসুদ্দিন শ্যামা কবরস্থানের রাস্তার পাশে দুর্বৃত্তরা তাকে মারধর করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।
সকালে হাঁটতে বের হয়ে স্থানীয়রা মো.সজল মিয়াকে অজ্ঞান অবস্থায় কবরস্থানের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা তার স্বজনদের খবর দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে প্রথমে বাড়িতে নিয়ে যান। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন থাকায় পরে তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী এক স্থানীয় ব্যক্তি জানান, ভোরের দিকে তিনি দেখতে পান মো. সজল মিয়ার সঙ্গে এক ব্যক্তি পায়ে হেঁটে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে তিনি দেখতে পান ওই ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করছে। তার হাতে একটি বড় ও মোটা কাঠের লাঠি ছিল বলে জানান তিনি।

আহত সজল মিয়া মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার পেপার ও বিজয় টিভির মেঘনা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমের আপন বড় ভাই।

মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমার ভাই একজন সরল সোজা ও নিরীহ মানুষ। তার স্ত্রী-সন্তান কেউ নেই। তার কাছে কখনো বেশি টাকা বা মূল্যবান কোনো জিনিস থাকে না। আমরা ভাইয়েরা তার চলাফেরার জন্য ৪০০-৫০০ টাকা দিয়ে রাখি। সে কোনো অপরাধ করেনি—তবুও কেন তাকে এভাবে মারধর করা হলো, কিছুই বুঝতে পারছি না।”
তিনি আরও বলেন, “আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।