কুমিল্লা সদর দক্ষিণের খিলপাড়া গ্রামের শিশু তানজিম সুলতানা ঝুমুর হত্যাকারী এবং কৃষ্ণনগরের শিশু নাবিলা হত্যাকারীর ফাঁসির দাবিতে (৩ মে) শুক্রবার কনেশতলা যুব সংঘ ও এলাকাবাসীর আয়োজনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কনেশতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও কনেশতলা যুব সংঘ সভাপতি আমেরিকা প্রবাসী ইয়াকুব চৌধুরী সোহাগ, গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিমুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এম, রোবেল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খন্দকার ফরিদা ইয়াসমিন, যুবলীগ নেতা কিরণ চৌধুরী, শিশু ঝুমুরের পিতা জাকির হোসেন, কনেশতলা যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদ হোসেন সোহাগ, সহ-সভাপতি আবু সাঈদ,সেক্রেটারি এমরান আর্মি, ইউপি সদস্য মাহাবুব মেম্বার,
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান চৌধুরী পাঠাগারের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন চৌধুরী, কনেশতলা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক আবু বকর সজিব।
শিশু ঝুমুর ও নাবিলা হত্যাকারীদের ফাঁসি চেয়ে বক্তারা বলেন, আসামীদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। সেই সাথে সমাজের প্রত্যেকটি জায়গা থেকে তারা যেন কোন ধরনের সুযোগ সুবিধা না পায় সে দিকে খেয়াল রাখতে হবে।আমাদের মা বোনদেরকে যথাযথ থাকার পরিবেশ সৃষ্টি করতে হবে, যেন ভবিষ্যতে কোন ইভটিজার বা ধর্ষণকারী কোন মেয়ের দিকে চোঁখ তুলে তাকাতে না পারে।এমনকি আমরা সকলে এক হয়ে সামাজিক ভাবে ঐক্য গড়ে তুলবো যেন ভবিষ্যতে আর কোন ধর্ষণকারীর জন্ম না হয়।
এ সময় কিবরিয়া, রাসেল, ফয়েজ, কিরণ, মাজহার, জুয়েল, হাসান, এমদাদ, জামাল সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।