দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক চারবারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয়।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর এলাকার উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা তাদের নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দেবিদ্বার সদরের বাড়িতে নিয়ে আসেন। এ সময় সড়কের দুই পাশে শতশত নারী পুরুষ মঞ্জু মুন্সীকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: নজরুল ইসলাম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) মোঃ নজরুল ইসলাম, উপজেলা পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক হারুন অর রশিদ মাস্টার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ আবদুল রহমান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রুহুল, মোঃ রবিউল আউয়াল সাইফুল, এলাহাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ।