হোমনা উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মো. কামাল হোসেন মোল্লা, হোমনা

হোমনা উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের প্রতিনিধি ডা. মো.শহিদ উল্লাহ প্রমুখ।
সভায় উপজেলার চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক প্রতিরোধ, হোমনা বাজারের যানজট নিরসন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের আচরণ বিধি মেনে চলাসহ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত হয়।