হোমনায় ভাউচার ছাড়া গ্যাস বিক্রির দায়ে  ডিলারকে জরিমানা

মো. কামাল হোসেন মোল্লা, হোমনা প্রতিনিধি 

হোমনা উপজেলায় বিক্রয় ভাউচার ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক পাইকারী সিলিন্ডার গ্যাস ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (দুপুরে) হোমনা উপজেলার হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাবিব এলপি গ্যাস প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে বিক্রয় ভাউচার প্রদান না করে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক হাবিব মিয়াকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন, “পাইকারী গ্যাস সিলিন্ডার ডিলারদের বিরুদ্ধে বিক্রয় ভাউচার না দিয়ে সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে।”

অভিযানকালে হোমনা থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।