হোমনা সংবাদদাতা।।
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তিতাস নদী, খাল-বিল ও মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ শতাধিক ম্যাজিক জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
মঙ্গলবার (১৩ জুন) মুক্ত জলাশয়ে মৎস সম্পদ সংরক্ষণে উপজেলা মৎস অফিসের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জালগুলো ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান।
আরো পড়ুনঃ
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ, উপজেলা মৎস্য অফিসার শাহেনুর মিয়া, থানার এসআই মো. ইকবাল মনিরসহ হোমনা থানা পুলিশের একটি চৌকশ দল।