কুমিল্লা কারাগারে রক্ষীর ইয়াবা বাণিজ্য !

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহিন ১০৬ পিস ইয়াবা নিয়ে কারাগারের ভিতর প্রবেশ করার মুহূর্তে ধরা পড়ল। পরে কারা ব্যারাকে তার রুম তল্লাসী চালিয়ে কারাগার কর্তৃপক্ষ তার বিছানার নিচ থেকে আরো ৪১৬ পিস ইয়াবা উদ্ধার করে। কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত তরিকুল ইসলাম শাহিন চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ইয়াকুব নগরের ফুল মিয়ার ছেলে। সে ১৯৯৬ সালের ১৫ জুন চাকুরীতে যোগদান করে।
সিনিয়র জেল সুপার জানান, আমি কুমিল্লা কারাগারে যোগ দেওয়ার পরেই বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি সহকারী প্রধান কারারক্ষী মো. তরিকুল ইসলাম শাহিন (কারা রক্ষী নং ২১৫৯৯)কারাগারের ভিতর বন্দিদের কাছে মাদক কেনা বেচা করে। গোপন সংবাদে জানতে পেরেছি সোমবার সে ইয়াবা নিয়ে ডিউটিতে আসছে। সে যখন ভিতরে প্রবেশ করবে এমন সময় কারা সিপাহী দিয়ে তাকে রুমে ডেকে আনি। এ সময় জেলার মো.আসাদুর রহমানসহ অন্যান্য ডেপুটি জেলারদের আগেই উপস্থিত রাখি। সবার সামনে সহকারী প্রধান কারারক্ষী তারিকুল ইসলাম শাহিনের দেহ তল্লাশি করলে তার পকেটে থাকা সিগারেটের প্যাকেটের ভিতর ১০৬ পিস ইয়াবা খুঁজে পাই। পরে কারাগারের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ব্যারাকে তার রুমে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে আরো ৪১৬ পিস ইয়াবা উদ্ধার করি। এছাড়া তিন হাজারের বেশি টকা উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কারাগারের ভিতর বন্দিদের মাঝে মাদক কেনা বেচা করতো বলে স্বীকার করেছে। আইজি স্যারের নির্দেশে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য-সম্প্রতি ‘টাকায় সব মিলে’ শিরোনামে কারাগারে মাদক ব্যবসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিলো।