দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
শুক্রবারে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির দাউদকান্দি পৌরসভার প্রধান সমন্বয়ক মো. মহাসিন ভূঁইয়া এবং আওয়ামী লীগ নেতা মো. সাকিব আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তারা দলে যোগ দিয়েছেন।
নতুন যোগদানকারীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির নেতৃত্বে আগামী দিনে একটি গণতান্ত্রিক ও জনগণবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।