দাউদকান্দিতে ঘরে ঢুকে বিএনপি নেতার ছেলেকে খুন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে বিএনপি নেতার ছেলে জাহাঙ্গীর আলম নয়নকে (৩৮) তার ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপার গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নয়ন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেনের ছোট ছেলে।
নিহতের প্রতিবেশীরা জানান, নয়নের বাবা- মা, ভাই, বোন সপরিবারে আমেরিকায় থাকেন। তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এজন্য তার ১৪ বছরের একমাত্র মেয়েও পাশের উপজেলা হোমনায় তার মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকে। নয়ন একাই বাড়িতে থাকতো।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

error: ধন্যবাদ আপনাকে!