আপনার বাসার জানালায় দেখুন চাঁদের হাসি! (ভিডিও)

তৈয়বুর রহমান সোহেল।।
বাইরে করোনা ভাইরাসের ভয়। তাই সবাই বাসায় বন্দি। অনেকে বাসায় থাকতে থাকতে আতঙ্কের পাশাপাশি বিরক্ত বোধ করছেন। বিরক্ত কাটাতে এখনই আপনার জানালায় চোখ রাখুন।
কি কেমন লাগছে? নগরের ব্যস্ত জীবনে কতদিন পর চাঁদ দেখছেন। নিশ্চয়ই শৈশবের কথা মনে পড়ছে। চাঁদ মামার ছড়া কিংবা চাঁদের বুড়ির কথা মনে পড়ছে। কিংবা হুমায়ুন আহমেদের চান্নি-পসর রাইতে গানটিও গুনগুনিয়ে গাইতে পারেন। আতঙ্ক নয়-সচেতন হোন, ঘরে থাকুন-ভালো থাকুন। মঙ্গলবার রাত সোয়া ১০টায় ভিডিওটি কুমিল্লা নগরীর অশোকতলা থেকে নেয়া।