আলীরগাঁও যুবসমাজের আর্থিক সহায়তা

তিতাস প্রতিনিধি:
করোনাভাইরাসজনিত দেশে উদ্ভুত পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় কুমিল্লার তিতাস উপজেলা কড়িকান্দি ইউনিয়নের আলীরগাঁও গ্রামের প্রবাসী, যুবসমাজের উদ্যোগে ও তিতাস উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের তত্ত্বাবধানে ১৬০টি কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও অসুস্থদের ঔষধ ক্রয় করার জন্য আর্থিক সহায়তা করা হয়। নগদ ৫০০টাকা করে মোট ৮০হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। শনিবার ৩নং ওয়ার্ডের বর্তমান ও সাবেক মেম্বার ও মুরুব্বিদের পরামর্শে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যত প্রয়োজনে কর্মহীন মানুষের পাশে থেকে তাদের আরও আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন আলীরগাঁও গ্রামের সুশীল সমাজ। এই সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের মেম্বার ছায়েদুর রহমান প্রধান,সাবেক মেম্বার ফজলুল হক,সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, রেজাউল করিম মাষ্টার,মুনতাজ উদ্দিন ভুইয়া,লতিফ ভুইয়া,আ: রব বেপারী, যুব সমাজের মো. শাহপরান, মাসুদ বাবু,জাকারিয়া ভুইয়া,কামরুল হাসান,মোয়াজ্জেম হোসেনসহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য- কুমিল্লা ২-আসনের এমপি সেলিমা আহমাদ মেরী, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও ভাইস-চেয়ারম্যান ফরহাদ আহাম্মেদ ফকিরের নির্দেশনায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।