আলেখারচর সমাজ কল্যান সংস্থার উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মারুফ আহমেদ।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর এলাকার ‘আলেখারচর সমাজ কল্যান সংস্থা’র উদ্যোগে গরীব অসচ্ছল প্রায় ২শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার সকাল ১০টায় আলেখারচর দারুচ্ছুন্নাহ্ ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী হিসেবে ছিল,১টি মুরগী, সেমাই, পোলাওর চাউল, তেল, চিনি, ও পেয়াজ।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান কাজী মো. জহিরুল ইসলামের উপস্থিতিতে অতিথি হিসেবে ছিলেন, সদর উপজেলা আ’লীগের ত্রান ও সমাজ কল্যান বিষক সম্পাদক, ২নং উত্তর দুর্গাপুর ৪নং ওয়ার্ড মেম্বার মো. আবুল হোসাইন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ইয়ার আহামেদ, হাজী আব্দুল মান্নান, হাজী আলী হোসেন, প্রফে: হাবিবুর রগমান,
আশিকুর রহমান মাছুম, আবু ইউসুফ, কামরুল ইসলাম সাজ্জাদ, কাজী ফয়সাল আহমেদ, হোসাইন ইমাম মাছুম, ইমতিয়াজ আহমেদ রুবেল, শরীফ আহমেদ, সাইফুল ইসলাম রিপন, কাজী ইমরুল কায়েজ, আব্দুর রহিম প্রসূখ।

সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ কার্যক্রমে প্রবাসী সহযোগীতায় যারা সম্পৃক্ত ছিলেন, আমেরিকা প্রবাসী আলহাজ্ব কাজী হারুনুর রশিদ, সৌদি আরব প্রবাসী মোশারফ হোসেন পাভেজ, মো. পাভেল, ফ্রান্স প্রবাসী, ইয়াসিন আহামেদ বাবু, সেলিম হক, মো. ইউনুছ, গ্রীস প্রবাসী রুহুল আমিন, মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহিম, কাতার প্রবাসী আবুল হাসনসহ অনেক।
তারা জানান, এধরনের কার্যক্রম ভবিষ্যেতেও অব্যাহত থাকবে।