মো.জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকার কয়েকজন হাফেজ ও যুবক করোনা আক্রান্তে মৃত ব্যক্তিদের দাফনে আগ্রহী। করোনায় মৃত ব্যক্তিদের স্বজন ও তাদের দলে যোগদানে আগ্রহীদের যোগাযোগের আহ্বান জানিয়েছেন তারা ।
জানা যায়, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও যখন করোনা আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ শুরু করে তখন অজানা আতঙ্কে নিহতের লাশ পরিবারসহ কেউই দাফন কাফনে এগিয়ে আসছে না। এঅবস্থায় কখনো উপজেলা প্রশাসন, কখনোবা থানা পুলিশ বা কোন স্বেচ্ছাসেবিরা এগিয়ে আসছে। এতে করে লাশ দাফন নিয়ে প্রায়ই বিব্রত হতে হচ্ছে মানুষদের। কোন কোন স্থানে কবরস্থান ব্যবহারেও দিচ্ছে বাঁধা।
এমন পরিস্থিতিতে কোরপাই পূর্বপাড়া গ্রামের পুরাতর পোষ্ট অফিস দারুস সুন্নাহ মাদ্রাসার কিছু মুমিন পুরো জেলার করোনা আক্রান্তে মৃত মানুষদের জানাযাসহ দাফন-কাফনের ব্যবস্থা নিতে চায়। তাই ইতিমধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে মাধ্যমে প্রচারনা চালিয়ে যাচ্ছে।
মাদ্রাসার হাফেজ মাওলানা সারোয়ার বিন আব্দুল খালেক (০১৮৩২৪০২৭১০) এর নেতৃত্বে থাকা এই দলটির অপরাপর সদস্যরা হলেন, হাফেজ ইউনুস আহমেদ , হাফেজ মাওলানা ইয়াসিন আহমেদ, মোঃ জাফর ইকবাল (ব্যবস্থাপনা পরিচালক), মোঃ তারিকুল ইসলাম রিয়াজ, মোঃ মুরসালিন আহমেদ।