কুমিল্লায় ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় “মিরাজ ফুড প্রোডাক্টস” নামের একটি অনুমোদনহীন খাদ্য কারখানায় ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখ টাকা জরিমানা এবং তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান। অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইকবাল আহমেদ ও মুরাদনগর থানা পুলিশ।

অভিযানে দেখা যায়, উক্ত কারখানায় কাপড়ের রঙ ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে টমেটো সস, ভিনেগার, মটরশুটি, বেকিং পাউডার ও অরেঞ্জ জেলিসহ বিভিন্ন ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য ও ক্ষতিকর কেমিক্যাল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, “অনুমোদনহীন এ কারখানায় ক্ষতিকর কেমিক্যাল দিয়ে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

error: ধন্যবাদ আপনাকে!