কুমিল্লার তিতাসে ট্রাক্টরের ট্রলি উল্টে নদীতে পড়ে এক পরিবারের তিন নারী নিহত

হাসিবুল ইসলাম সবুজ।।
কুমিল্লার তিতাস উপজেলায় ট্রাক্টরের ট্রলি উল্টে নদীতে পড়ে তিন নারী মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের ইমন মিয়ার বাড়ির সামনে তিতাস নদীতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন,শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার(৩৫),ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার(৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনা বউ।

জানা যায়, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করতে ছিলেন এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজার গামী একটি খালি ট্রাক্টরের ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে নারীদের উপর পড়ে যায়, ঘটনা স্থলেই রিনা ও রুজিনা মারা যায় এবং সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই পরিবারের তিন নারীর মৃত্যুর খবর শুনে আশপাশের কয়েক গ্রামের শত শত নারী পুরুষ ঘটনা স্থলে এসে নারীদের মৃত দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের কান্নায় এবং স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে।

ad