চৌদ্দগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

 

ad

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতা কামনায় কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করেছে গুণবতী ইউনিয়ন বিএনপি পরিবার। বৃহস্পতিবার বাদ জোহর ও বুধবার বাদ আসর আবারডিন সিটি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলাউদ্দিন হোসাইনীর সার্বিক সহযোগিতায় গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদ, খাটরা জামে মসজিদ, চাঁপাচৌ মধ্যমপাড়া জামে মসজিদ, কর্তাম জামে মসজিদ, ফুলের নাওড়ী জামে মসজিদ ও খাটরা পূর্ব পাড়া জামে দোয়া অনুষ্ঠানে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। বিভিন্ন মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আলী হোসেন পন্ডিত, গুনবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আশ্রাফী, গুনবতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাবেক গুনবতী কলেজ ছাত্রদল সভাপতি জোবায়রুল ইসলাম পলাশ, সাবেক গুনবতী ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইফুল আলম জুয়েল, গুনবতী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আজাদ আল মাহমুদ, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, ইউনিয়ন কৃষকদল সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, ইউনিয়ন মৎসজীবি দলের আহবায়ক জামাল উদ্দিন তখন, উপজেলা ছাত্রদল নেতা আসিফ, ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি শাহাদাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ দেশের সকল মানুষের নেত্রী। তাঁর অসুস্থতার খবরে সারা বাংলাদেশের মানুষ দুই হাত তুলে মহান আল্লাহ দরবারে সুস্থ্যতার জন্য দোয়া করেছেন। তিনি বাংলাদেশের যে কোন ক্রাইসিসে উত্তরণে কাজ করেছেন। বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার অবদানকে ভুলতে পারবে না। তিনি গণতন্ত্রের জন্য আমরণ সংগ্রাম করেছেন। তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য আ’লীগ সরকার অনেকবার চেষ্টা করেছে। তিনি বলেছেন আমার মৃত্যু হলে বাংলাদেশের মাটিতেই হবে, কেউ আমাকে জোর করে বিদেশে পাঠাতে পারবে না। আমরা আপোষহীন নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করছি।