কুমিল্লার ৩৪ নমুনার নয়টি নেগেটিভ

মাসুদ আলম।।
করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি এড়াতে কুমিল্লায় হোম কোয়ারেন্টিইনে থাকা সন্দেহভাজন নমুনা সংগ্রহকারী ৩৪ ব্যক্তির মধ্যে ৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যদের এখনও রিপোর্ট প্রকাশিত হয়নি। এমনকি নতুন করে কোন নমুনাও সংগ্রহ করা হয়নি। শনিবার বিকেলে নেগেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামান। গত বৃহস্পতিবার ও শুক্রবার কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে প্রতি উপজেলা থেকে দুইটি করে নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইডিসিআর) পাঠানো হয়।
সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামান জানান, কুমিল্লার ১৭ উপজেলা থেকে দুইটি করে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেইগুলো মধ্যে শনিবার বিকেল পর্যন্ত নয়টির রিপোর্ট এসেছে। সেগুলোর মধ্যে সবগুলোই নেগেটিভ। বাকী নমুনাগুলো পরীক্ষা শেষে রিপোর্ট আসলে আইডিসিআর আমাদেরকে জানাবেন। কুমিল্লায় করোনার ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যাদের সর্দি ও কাশি এবং জ¦র রয়েছে ওই সকল ব্যক্তিদের থেকে নমুনা সংগ্রহ করা হয়।