স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগে পিসিআর ল্যাবের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা বুধবার বিকেলে শুরু হয়েছে। ঢাকা থেকে একটি দল এসে মেডিকেল কলেজের ছয়জনের চিকিৎসক ও টেকনিশিয়ানের সমন্বয়ে পরীক্ষার কাজ শুরু করেন। দুপুর পর্যন্ত ১০টি নমুনা এসেছে। প্রথম পর্যায়ে এক শিফটে কাজ চলবে। পরবর্তীতে শিফট বাড়ানো হবে। প্রতি শিফটে ৯০ থেকে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ। গত সোমবার ল্যাবের উদ্বোধন করা হয়। পরীক্ষা চালু হলে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর ছয় জেলার দেড় কোটি লোকের করোনা ভাইরাস পরীক্ষায় সহায়ক হবে।