কুমিল্লায় ‘তৃণমূলের পছন্দের’ রিফাতকেই নৌকা দিলো আওয়ামীলীগ

নাজমুল সবুজ।।
অবশেষে নানা ঝল্পনা-কল্পনা শেষে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকেই নৌকা দিলো আওয়ামী লীগ। শুক্রবার আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এ তথ্য জানা যায়।

শুক্রবার বিকাল সাড়ে চারটায় গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।

সিটি কর্পোরেশন গঠনের পর হতে আগেরই দুই নির্বাচনেই বিএনপি নেতা বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুর কাছে হেরেছে আওয়ামী লীগের প্রার্থীরা। তাই এবার কুমিল্লা সিটির মেয়র পদ উদ্ধারে আরফানুল হক রিফাতের উপরই ভরসা রাখলো কেন্দ্রীয় আওয়ামী লীগ।

এরআগে, সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে দলীয় প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আরফানুল হক রিফাতের নাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় মহানগর আওয়ামী লীগের পক্ষ হতে।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, রমেশ চন্দ্র সেন, রাশিদুল হাসান, আব্দুর রাজ্জাক, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কর্নেল (অব.) ফারুক খান ও আবদুস সোবাহান গোলাপ।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে এবার ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন জমা দেন। প্রসঙ্গত,কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) আগামী ১৫ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।