কুমিল্লায় পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত

মাহফুজ নান্টু।।
পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি অব্যাহত রেখেছে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বাজার তদারকি অভিযানে অতিরিক্ত মূল্য পেঁয়াজ বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মে. আছাদুল ইসলাম জানান, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমাদের নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে গতকাল ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করি৷ আজ আবারো বাজার মনিটরিং করি।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় কুমিল্লা জেলায় বুধবার নগরীর বাদশাহ মিয়ার বাজার ও টমছমব্রিজ বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করি এ সময় মিথ্যা ঘোষণা দিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।