কুমিল্লায় মহাসড়কে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ (ভিডিও)

স্টাফ রিপোর্টার।।
করোনাভাইরাস প্রতিরোধে মহাসড়কের কুমিল্লায় বেশ কদিন ধরেই চেকপোস্টসহ বিভিন্ন রকম তৎপরতা চালিয়ে যাচ্ছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার থেকে আরও কঠোর অবস্থানে রয়েছেন হাইওয়ে পুলিশের সদস্যরা। সোমবার ও মঙ্গলবার মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিন উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড, কোটবাড়ি এবং সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট এলাকায় ঘুরে এমন চিত্রই দেখা যায়। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানায়, ঈদের ছুটিকে কেন্দ্র করে জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন মহাসড়কে চলাচল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন তারা।

ময়নামতি হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন জানায়, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মহাসড়কে নিয়মিত চেকপোস্ট করে আসছে হাইওয়ে পুলিশ। তবে কুমিল্লা রিজিওন হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম স্যারের নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে আমরা আরো কঠোর অবস্থানে রয়েছি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এম্বুলেন্স কিংবা জরুরী পন্যবাহী গাড়ি ছাড়া কোন গাড়ি ঢাকায় ঢুকতে দেয়া হবে না এবং এক জেলা থেকেও অন্য কোন জেলায় গাড়ি যেতে দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।