স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে ৪৫ জনসহ নতুন করে মঙ্গলবার জেলায় ৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৭৩জন। গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনায় ২৪১জন সুস্থসহ এ পর্যন্ত এক হাজার ৪০ জন সুস্থ’ হয়েছেন। এ সময়ে দুইজনসহ মোট ৮৫জন মারা গেছেন। কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার আক্রান্তের মধ্যে রয়েছেন, কুমিল্লা নগরীতে ৪৫ জন,চৌদ্দগ্রামে ১২জন, বুড়িচং চারজন,দেবিদ্বারে নয়জন,সদর দক্ষিণে তিনজন,নাঙ্গলকোটে পাঁচজন,লাকসাম,চান্দিনা ও মনোহরগঞ্জে একজন করে আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লা নগরীসহ পুরো জেলা থেকে ১৭হাজার ৫৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৫ হাজার ৪১২জনের। মঙ্গলবার চান্দিনায় ১১৩জন,বুড়িচংয়ে চারজন,চৌদ্দগ্রামে ৯৪জন,মেঘনায় ১৪জন,দেবিদ্বারে সাতজন, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও নাঙ্গলকোটে দুইজন করে ও মনোহরগঞ্জে পাঁচজনসহ ২৪১জন সুস্থ হয়েছেন। এ দিন দেবিদ্বার ও চৌদ্দগ্রামে দুইজন মারা গেছেন।