কুমিল্লা মেডিকেল কলেজ এলামনাই সোসাইটির কলেজ দিবস ও পূনর্মিলনী

ফয়সাল সিরাজি।।
মনোমুগ্ধকর জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ এলামনাই সোসাইটির আয়োজনে কলেজ দিবস ও পূনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শনিবার কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতে জাতীয় সঙ্গীত, পরে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে প্রধান অতিথি বলেন, আল্লাহর পরে ডাক্তারদের মানুষ বিশ্বাস করে। আল্লাহর রহমতে আপনারা চিকিৎসা সেবা দিয়ে মানুষের প্রাণ বাচান, তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লার সভাপতি ডাঃ আব্দুল বাকি আনিছ, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লা সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসিম, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোঃ ইজাজুল হক, কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মহসিনুজ্জামান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এলামনাই সোসাইটির সভাপতি ডাঃ মোঃ খালিদ ইবনে শহীদ খান রাসেল। আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চেক ও বিতর্ক প্রতিযোগিতায় ৩ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।

জমকালো এ অনুষ্ঠানে এলাম নাই সোসাইটির সদস্যদের মিলন মেলায় উৎসবে পরিপূর্ণ হয়ে উঠে কুমিল্লা মেডিকেল কলেজ চত্তর।