চান্দিনায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স

মাসুমুর রহমান মাসুদ, প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা উপজেলার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত কুমিল্লা জেলার করোনা ভাইরাস প্রতিরোধ ও পর্যবেক্ষণ কমিটির প্রধান সমন্বয়ক ও আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। এসময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল, বাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদ আলম, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, কালের কন্ঠ চান্দিনা প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. মামুন পারভেজ।
এসময় চান্দিনা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন ওই ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
ভিডিও কনফারেন্স চলমান করোনাভাইরাসে চান্দিনা উপজেলার পরিস্থিতি, ত্রাণ বিতরণ কার্যক্রম এবং করোনাভাইরাসে প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার স্লাইড শো-এর মাধ্যমে চান্দিনার সার্বিক করোনা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম প্রদর্শণ করেন।