ডেস্ক রিপোর্ট।।
অনেকের মনে প্রশ্ন জাগে রোজা অবস্থায় ড্রপ, মলম ও সুরমা ইত্যাদি ব্যবহার করলে সিয়াম সাধনায় ব্যাঘাত ঘটে কিনা। চোখে বা নাকে ড্রপ,মলম ও সুরমা ইত্যাদি ব্যবহার করার পর গলায় এর স্বাদ পাওয়া গেলেও রোজা ভঙ্গ হবেনা।
এ প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, হজরত আনাস ইবনে মালেক (রা.) হতে বর্ণিত, একব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললঃ আমার চোখ দু’টিতে কষ্ট পাচ্ছি। রোজাবস্থায় এতে সুরমা ব্যবহার করতে পারি কী? তিনি বললেনঃ হ্যাঁ। (সুনানে তিরমিযী ১/১৫৪)
তবে রোজাবস্থায় চোখে ও কানে ড্রপ ব্যবহার করার পর যদি এর ঘ্রাণ বা স্বাদ খাদ্যনালী পর্যন্ত চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। তবে সাধারণত চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করলে খাদ্যনালীতে তা পৌঁছায় না।
সূত্র: সুনানে তিরমিযী ১/১৫৪, সুনানে আবু দাউদ ১/৩২৩, ফাতাওয়া তাতার খানিয়া ৩/৩৭৯, ফাতাওয়া শামী ৩/৪২১