তৈয়বুর রহমান সোহেল:
নিজের তিন চিকিৎসক সন্তানকে দ্বিধাহীনভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবদুল লতিফ। দুর্যোগকালে বাংলাদেশের মানুষের পাশে থাকার ঘোষণা দিয়ে একটি স্ট্যাটাস দেন। বৃহস্পতিবার তিনি কুমিল্লার সান মেডিকেলে তার ব্যক্তিগত চেম্বারে বলেন, করোনা অতিমাত্রায় সংক্রমণপ্রবণ। বেশ কিছুদিন তাণ্ডব চালাতে পারে। আমাদের কাজ মানুষের সেবা করা। আমার চেম্বার সব রোগীদের জন্য খোলা আছে। আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন এর চেয়ে খারাপ কোনো মহামারি দেখা দিলেও আমি চিকিৎসাসেবা চালিয়ে যাবো। আমি এদেশের মানুষের পক্ষে, রোগের বিপক্ষে লড়াই চালিয়ে যাবো। আমার দুই ছেলে এক মেয়ে ডাক্তার। বড় ছেলে ডা. সায়েম বিনতে লতিফ আছে চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে, ছোট ছেলে ডাঃ সাঈফ বিন লতিফ আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগে এবং মেয়ে ডা. সামা বিনতে লতিফ আছে সাভারের এনাম মেডিকেল কলেজে। আমি বাবা হিসেবে তাদের বলে দিয়েছি, যতদিন দেহে প্রাণ আছে ততদিন এদেশের মানুষের জন্য কাজ করে যেতে। এর চেয়ে বড় মহামারি দেখা দিলেও তোমরা ঘরে যেও না, চিকিৎসা চালিয়ে যেও। তারা আমার প্রস্তাবে রাজি হয়েছে। সংকটে এদেশের মানুষের চিকিৎসা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, করোনা এখন তৃতীয় স্টেজে আছে। আপনারা আরো কিছুদিন ঘরে থাকুন। আপনারা ঘরে থাকলে করোনা আপনাদের ঘরে যাবে না।
চিকিৎসকদের সংগঠন বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা.আতাউর রহমান জসিম বলেন, মানুষের এই দুর্যোগ মুহূর্তে কুমিল্লার চিকিৎসকরা বিভিন্ন সংকটের মাঝেও কাজ করে যাচ্ছেন। ডা. আবদুল লতিফের সন্তানদের পরামর্শের বিষয়টি অনুপ্রেরণার বলেও মন্তব্য করেন তিনি।