করোনা সন্দেহে মনোহরগঞ্জে বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার।
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খরখরিয়া গ্রামের একটি বাড়ি লকডাউন করা হয়েছে। এতে করে ওই গ্রামসহ আশ-পাশের গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রামের মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার এক ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই বাড়িটি লকডাউন করা হয়।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিসর্গ মেরাজ চৌধুরী জানান, আক্রান্ত সন্দেহ ব্যক্তি ঢাকায় ব্যবসা করতেন। জ¦র, সর্দি ও কাশি নিয়ে বাড়িতে আসেন। উপজেলা থেকে চিকিৎসকরা গিয়ে ওই ব্যক্তির অসুস্থতার উপর করোনার লক্ষণ দেখা গিয়েছে। সকল নমুনা সংগ্রহ করা হয়েছে ঢাকায় পাঠানো হয়েছে।
মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, করোনা সন্দেহে মনোহরগঞ্জ উপজেলার খরখরিয়া গ্রামের একটি বাড়ি লকডাউন করা হয়েছে। অসুস্থ ব্যক্তি নমুনা সংগ্রহ করে ঢাকায় আইসিডিআরে পাঠানো হয়েছে। রিপোর্ট আসা পর্যন্ত ওই বাড়িটি লকডাউন রাখা হবে।