চৌদ্দগ্রামে সেলাই মেশিন বিতরণ

এম এ হাসান,চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন ও মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক, ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। সোমবার কনকাপৈত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৬ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় ইউনিয়ন এর ১শ টি পরিবারের মাঝে করোনা মহামারী প্রতিরোধক মাস্ক,ব্লিচিং পাউডার, হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।
কনকাপৈত ইউনিয়ন পরিষদের সচিব আবু সাইদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোহাম্মদ হোসেন ভুট্টু, ইউপি সদস্য কামাল হোসেন ভূঁঞা, ইউপি সদস্য জয়নাল আবদীন, ইউপি সদস্য সাহাব উদ্দিন মোল্লা।