তিতাস প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে সেভেন-আপ ও পাউরুটির সাথে ঘুমের ঔষধ খাইয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে মাঈনুদ্দিন নামে এক লম্পটের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মামলার একমাত্র আসামি মো. মাইনুদ্দিন (৪৫) মজিদপুর গ্রামের মৃত খুরশিদ বেপারীর ছেলে। মাইনুদ্দিনের বাড়ি উপজেলার মজিদপুর গ্রামে।
এর আগে আসামির বিরুদ্ধে তিতাস থানায় ধারা-৯ (১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মামলা হয়েছে (তিতাস থানার মামলা নং-০২, তারিখ-০২/০৩/২০২৩)।
জানা যায়, ভুক্তভোগী নারী আসামির আপন বড় ভাইয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী। মাইনুদ্দিন ২৬ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগীর বসত ঘরে সেভেন-আপ ও পাউরুটির সাথে ঘুমের ওষুধ সেবন করে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তার মেয়ে রোজিনা আক্তার।
এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, অভিযোগ পাওয়ার পর পরই আসামিকে আটক করি। ভুক্তভোগীকে কুমেকে ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য পাঠাই এবং ডাক্তারের সাথে কথা বলে জানা যায় সেক্সুয়াল আলামত রয়েছে। ভিকটিমের মেয়ে থানায় মামলা করার প্রেক্ষিতে আসামিকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।