দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

অনলাইন ডেস্ক :

ad

আসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট দিয়ে নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল  মোমেন।

আজ মঙ্গলবার ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

দুদক চেয়ারম্যান বলেন, দেশের সর্বত্র দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দুর্নীতির লাগাম অনেকটাই টেনে ধরা সম্ভব হবে। তখন দুদকের প্রয়োজনীয়তাও কমে আসবে।

তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে জেঁকে বসেছে যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। দুর্নীতির বিরুদ্ধে দেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যলয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন করা হয়।

এতে দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল  (অব.) হাফিজ আহসান ফরিদ, মিঞা মুহাম্মাদ আলী আকবর আজিজী, দুদক মহারিচালক, পরিচালকসহ দুদকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা, দুর্নীতি বিরোধী সাংবাদিকদের সংগঠন রিপোর্টর্স এগেইনস্ট করাপশন (র‌্যাক) সভাপতি আলাউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক তাবারুল হক, সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।