ভারতের ওপর নতুন শুল্কের হুশিয়ারি  ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :

ad

ভারত–মার্কিন বাণিজ্য আলোচনার মধ্যেই আচমকাই নতুন করে শুল্ক আরোপের হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃষিপণ্য আমদানির ওপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানিকে কেন্দ্র করেই এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। একই সময়ে মার্কিন জাতীয় নিরাপত্তা রিপোর্টে নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলা হলেও, ট্রাম্পের মন্তব্য দুই দেশের সম্পর্কের টানাপড়েনকে আরও স্পষ্ট করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে এক বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে প্রশ্ন করেন, ‘ভারতকে কেন যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করার সুযোগ দেয়া হচ্ছে? তারা কি কোনো শুল্ক ছাড় পাচ্ছে?’বেসেন্ট জানান, ভারতীয় চালের ক্ষেত্রে কোনো শুল্ক ছাড় নেই এবং দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে। এর পরই ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ভারত এভাবে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করতে পারে না।’

সম্প্রতি শুল্ক ইস্যুকে ঘিরে ভারত–মার্কিন সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতে নানা জায়গায় ট্রাম্পের পোস্টার পোড়ানো থেকে শুরু করে কুশপুত্তলিকা দাহ সবই দুই দেশের উত্তপ্ত সম্পর্কের প্রতিচ্ছবি। এমনকি হায়দরাবাদের একটি সড়কের নাম ট্রাম্পের নামে রাখাকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে।

ট্রাম্প দাবি করে আসছেন যে তিনি অন্তত সাত-আটটি যুদ্ধ বন্ধে ভূমিকা রেখেছেন, যার মধ্যে ভারত–পাকিস্তান উত্তেজনা কমানো অন্যতম। তার অভিযোগ, সেই সময় তিনি বাণিজ্য আলোচনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। তবে বহুবার আলোচনার পরও বহুল আলোচিত সেই বাণিজ্য চুক্তি আজও বাস্তবায়িত হয়নি।

অপারেশন সিঁদুরের পর থেকে ভারত–পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতার কৃতিত্বও কয়েক দফায় নিতে চেয়েছেন ট্রাম্প। যদিও নয়াদিল্লি বারবার জানিয়েছে, সংঘাত নিরসন হয়েছে দুই দেশের সামরিক পর্যায়ের সরাসরি আলোচনার মাধ্যমেই। তাদের দাবি, পাকিস্তানের ডিজিএমও-ই প্রথম ভারতের ডিজিএমও-কে ফোন করে গোলাগুলি বন্ধের অনুরোধ জানিয়েছিলেন। এসব ইস্যুতে দুই দেশের সম্পর্কে আরও ফাটল ধরে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। যদিও সাম্প্রতিক আলোচনায় কিছুটা ছাড়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে বিভিন্ন সূত্র। তবুও পরিস্থিতি অনিশ্চিতই রয়ে গেছে, কারণ এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দিলেন নতুন শুল্ক আরোপের হুমকি।