কুমিল্লার পেপার ডেস্ক:
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার প্রসঙ্গ টেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি বলেছেন, সুযোগ পেলে পুতিনকে রাশিয়া থেকে আটক করে যুদ্ধাপরাধের দায়ে জবাবদিহির আওতায় আনতেন।
এক দিনের সফরে কিয়েভে গিয়ে এ মন্তব্য করেন জন হিলি। তার সফরের কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেনশিয়াল প্রাসাদে বৈঠক করেন জন হিলি। বৈঠকে তিনি জানান, সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটেন ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে।
কিয়েভে একটি আবাসিক ভবনে ড্রোন হামলার স্থান পরিদর্শনের সময় কিয়েভ ইনডিপেনডেন্ট-কে দেওয়া বক্তব্যে জন হিলি বলেন, যদি কোনো বিশ্বনেতাকে অপহরণের সুযোগ থাকত, তবে তিনি পুতিনকেই হেফাজতে নিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করাতেন। যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি এমন মন্তব্য করেন বলে উল্লেখ করেন।
জন হিলির দাবি, পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের মধ্যে রয়েছে বুচা ও ইরপিনে বেসামরিক হত্যাকাণ্ড এবং ইউক্রেনীয় শিশুদের অপহরণ। ২০২২ সালের এপ্রিল মাসে বুচা মুক্ত হওয়ার পর সেখানে গণকবরের সন্ধান পাওয়া যায়।
তিনি জানান, ২০২৪ সালের মে মাসে তিনি ওই হত্যাকাণ্ডের শিকারদের স্মরণে নির্মিত বুচার স্মৃতিসৌধ পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগ রয়েছে, এতিমসহ শত শত ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।
ধ্বংসপ্রাপ্ত ভবন পরিদর্শনকালে জন হিলি আরও বলেন, পুতিন শুধু যুদ্ধ চালিয়ে যেতে চান না, বরং শীতের মধ্যেই বেসামরিক মানুষ, শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছেন। তিনি জোর দিয়ে বলেন, “এই মানুষটিকে থামাতে হবে, এই যুদ্ধ থামাতে হবে।”