কুমিল্লার পেপার ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের তুলনায় সম্পদের হিসাবে অনেক এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মো. কামরুল হুদা। শুধু তাই নয়, জামায়াত প্রার্থীর স্ত্রীর সম্পদের চেয়েও কামরুল হুদার স্ত্রীর সম্পদের পরিমাণ প্রায় চারগুণ বেশি। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া দুই প্রার্থীর হলফনামা বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
হলফনামা অনুযায়ী, বিএনপি প্রার্থী কামরুল হুদার মোট সম্পদের পরিমাণ ১০ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৯৬৩ টাকা। পেশায় ব্যবসায়ী কামরুল হুদার বার্ষিক আয় ৮০ লাখ ৫৩ হাজার ৩৪৫ টাকা। তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থের পরিমাণই ২ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ৯১৪ টাকা, যা জামায়াত প্রার্থীর তুলনায় প্রায় চারগুণ বেশি। যানবাহন, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ তার মোট অস্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ৮০ লাখ টাকার বেশি। এছাড়া তার স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮৬০ টাকার সম্পদ।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আয়কর রিটার্ন অনুযায়ী মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮০ হাজার ১৯২ টাকা। তবে তার স্ত্রীর সম্পদের পরিমাণ প্রার্থীর চেয়ে অনেক বেশি। ডা. হাবিবা আক্তার চৌধুরীর নামে থাকা সম্পদের পরিমাণ ৪ কোটি ৬৪ লাখ ২০ হাজার ৫৫৫ টাকা।
ডা. তাহেরের অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ রয়েছে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা। তার স্ত্রীর নামে বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমিসহ প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে।
ডা. তাহেরের বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ৩৭টি মামলা দায়ের হয়। তবে ২০২৪ ও ২০২৫ সালে ১৭টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি মামলাগুলো থেকে তিনি আদালতের মাধ্যমে খালাস বা অব্যাহতি পেয়েছেন। ২০০৮ সালে তার সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ২ লাখ টাকা। দীর্ঘ ১৭ বছর পর ২০২৬ সালের নির্বাচনে তার সম্পদ কমে ১ কোটি ৮০ হাজার টাকায় নেমে আসা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তবে উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক কারণে ব্যবসায়িক ক্ষতির ফলেই এই পার্থক্য সৃষ্টি হতে পারে।