‎মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

মেঘনা প্রতিনিধি

‎কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নগদ অর্থসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ও নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়নগঞ্জের সোনারগাঁও থানার মামরতপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের সন্তান আফজাল হোসেন এবং কুমিল্লার মেঘনা থানার শিকিরগাও গ্রামের বাসিন্দা মৃত সুন্দর আলীর কন্যা রুনা আক্তার।

‎মেঘনা সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হয়। অভিযানের পর গ্রেপ্তারকৃতদের জব্দকৃত মালামালসহ মেঘনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা পুলিশ।