কুমিল্লার পেপার ডেস্ক:
বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ইস্যুর জেরে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এ সুযোগেই বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে যেতে অনীহা প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক্ষেত্রে টুর্নামেন্টটির আরেক আয়োজক শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বিসিবি। এখনো বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। ইতোমধ্যে বাংলাদেশের ম্যাচ আয়োজনে পাকিস্তানের এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ।
পিসিবি সূত্রের বরাতে গতকাল জিও সুপার জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। তারা বিষয়টি আইসিসিকেও জানিয়েছে। সূত্র আরো জানায়, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এর আগেও পাকিস্তান সফলভাবে বড় আইসিসি ইভেন্ট আয়োজন করেছে। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজনের উদাহরণ টেনে নিজেদের সক্ষমতার কথা জানিয়েছে পিসিবি।
এদিকে সম্প্রতি বাংলাদেশে দুটি ভিন্ন ঘটনায় সংখ্যালঘু হিন্দু নির্যাতনের শিকার হলে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায়। তারই জেরে আগামী মার্চে অনুষ্ঠিত আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দেওয়ার দাবি তোলে। তাতেই বাদ পড়তে হয় নিলামে বাংলাদেশি হিসেবে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়া মোস্তাফিজকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। একই ঘটনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে দেওয়া হয় ‘দেশদ্রোহী’ আখ্যা।
এই ঘটনার পর গত ৪ জানুয়ারি বিসিবি স্পষ্ট অবস্থান নিয়ে জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তারা ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না। ক্রিকেটারদের নিরাপত্তা আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস হবে না জানিয়ে যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা এসব প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। আরেকটি যে আয়োজক দেশ আছেÑশ্রীলঙ্কা; আমরা সেখানে খেলতে চাই।’
বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অনড় সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এ পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি? আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে ও নিরপেক্ষভাবে বিবেচনা করলে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।’
মোস্তাফিজের ইস্যুতে দুই দেশের সীমান্ত যখন আলোচনা-সমালোচনায় উত্তাল, তখন এই আলোচনার স্রোতে গা ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফও। তাতে উঠে আসছে সরকারবিরোধী বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুও। নিরাপত্তার কারণে মোস্তাফিজ আইপিএল খেলতে না পারলেও ভারতে ঠিকই দিব্যি আছেন শেখ হাসিনা। একই দেশের দুই নাগরিকের ক্ষেত্রে ভারতের এই দ্বিচারিতায় অবাক পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। এ বিষয়ে লতিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘বিসিসিআইর নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অবাক করা ব্যাপার হলো যে ভারত হাসিনা ওয়াজিদকে (শেখ হাসিনা) আশ্রয় দিতে পারে, কিন্তু মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দিতে পারে না। বাংলাদেশ হয়তো ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চাইবে না কারণ খেলোয়াড়রা নিরাপত্তাঝুঁকির মুখে পড়তে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এখনো ভারতে নির্বাসিত আছেন।’
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬-এ গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।