বঙ্গবন্ধুর ভাস্কর্য নিমার্ণসহ ৫ দফা দাবিতে কুবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগের মানববন্ধন

এবিএস ফরহাদ, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হলের খাবারে ভর্তুকি প্রদান, উচ্চগতির ইন্টারনেট সংযোগ, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিমার্ণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সবার জন্য দুঃখের বিষয় হলো শুধু নামেই বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধুর কোনো প্রতিকৃতি বা ভাস্কর্য নেই। আমরা চাই দ্রুতই হলের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হোক। আমাদের হলগুলোতে পরিবেশিত হচ্ছে নিম্নমানের খাবার। তাছাড়া বঙ্গবন্ধু হলের বর্ধিত অংশে অনেকদিন যাবত শিক্ষার্থী আবাসিক সুবিধার আওতায় থাকার পরও উচ্চগতির ইন্টারনেট সংযোগ ব্যবস্থা নেই। এছাড়া ক্লিনার না থাকার কারনে নোংরা পরিবেশেই থাকতে হচ্ছে শিক্ষার্থীদের।

বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিব বলেন, যতদ্রুত সম্ভব বঙ্গবন্ধু হলের বর্ধিত অংশে ওয়াইফাইয়ের ব্যবস্থা করা, খাবারের ভর্তুকি প্রদান, হলের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে। আমাদের এই পাঁচটি দাবি মেনে না নিলে আমরা পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যাবো।

শিক্ষার্থীদের পাচঁ দফা দাবির মধ্যে রয়েছে, হলের বর্ধিত অংশের গেইটের সামনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন, হলের নিম্নমানের খাবার পরিহার করে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হবে, হলের বর্ধিত অংশে আগামী ৭ দিনের মধ্যে ওয়াই-ফাই সংযোগ স্থাপন করতে হবে, হলে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করতে হবে এবং হলের পুরাতন অংশে উচ্চ গতির ইন্টারনেট ব্যবস্থা করা।