‎ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা মাইনুল হোসেকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ‎

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল মধ্যপাড়া (মোল্লা বাড়ির) মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) কর্পোরাল, চট্রগ্রাম হালিশহর থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুল হোসেন গত শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাত সারে ৪টায় চট্রগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন।

ad

একইদিন চট্রগ্রামের হালিশহরের সুন্দরীপাড়া জামে মসজিদে প্রথম জানাযা এবং রোববার বাদ জোহর তার নিজ গ্রাম শশীদল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুল হোসেনকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক রহমানের নের্তৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে।
এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করা হয় এবং  বিহগলে এক করুন সুর বেজে উঠে। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল্লাহ রবি, শশীদল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, সমাজসেবক শফিকুল ইসলাম দুলাল, উপজেলা

স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ফারুক আহাম্মদ, মরহুমের ছেলে ক্যাপ্টেন মোহাম্মদ মামুন হোসেনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দরা। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি আহ্বায়ক হাজী জসিম উদ্দিন।