চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ দলিল লিখক সমিতি চৌদ্দগ্রাম শাখার ২০২৬-২৭ বছরের কমিটি। নির্বাচনে ৩৪ ভোট পেয়ে সভাপতি পদে মোঃ শাহনেওয়াজ, ৩৬ ভোট পেয়ে সেক্রেটারী পদে মীর আলমগীর হোসেন নির্বাচিত হয়েছে। রোববার দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৩টা পর্যন্ত ৫৮জন ভোটার ৯টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচিত করেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন; সহ-সভাপতি মোঃ শাহজাহান, সহ-সাধারন সম্পাদক মোঃ আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ আবদুল হামিদ, অর্থ সম্পাদক আনোয়ারুল কবির, দপ্তর সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক রতন কুমার মজুমদার।

দলিল লিখক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীন দলিল লিখক এনামুল হক চৌধুরী, প্রিজাইডিং অফিসার আলহাজ্ব মোঃ শাহজাহান।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক চৌধুরী বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু এবং শেষ হয়। এতে প্রত্যেক ভোটার ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন।
নবনির্বাচিত চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির সভাপতি মোঃ শাহ নেওয়াজ বলেন, গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে দলিল লিখকরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করেছেন। তারা আমার যোগ্যতাকে মূল্যায়ন করেছেন। আমিও তাদের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।