দেবিদ্বারে নাশকতার মামলায় দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ

ad

কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় গ্রেপ্তারপূর্বক দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছে দেবিদ্বার থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক পূর্বক রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, মোঃ এমদাদুল হক (৪৪), সে উপজেলার সুবিল গ্রামের মৃতঃ আব্দুল হাকিম মিয়ার পুত্র। সে সুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক। অপরজন নাজমুল হাসান (২৫), সে পৌরসভার ইকরা নগরীর মোঃ জালাল মিয়ার পুত্র। সে পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

উল্লেখ্য গত (৩১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার মাধাইয়া থেকে খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে নাশকতা চেষ্টা করলে, ওই ঘটনায় দেবিদ্বার পুলিশ বাদী হয়ে (মামলা নং ১) করে। মামলার পূর্বের আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশ।

এ বিষয় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার হোসেন বলেন, নির্বাচনে সামনে রেখে কার্যকর্ম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মীকে আটক পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।