হোমনা সরকারি কলেজ বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠিত

মো. আল আনাস, হোমনা।।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের জন্য হোমনা সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ad

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় ইউএনও মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার ভূমি আহম্মেদ মোফাচ্ছের,
হোমনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলামসহ কলেজের শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।