ব্রাহ্মণপাড়ার বিভিন্ন বাজারে মাইকিং লিফলেট বিতরণ

গাজী মো. রুবেল, ব্রাহ্মণপাড়া:

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং মানুষকে সচেতন করতে সেনাবাহিনী ও থানা পুলিশ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে যৌথ অভিযান পরিচালনা করেছে। কুমিল্লা সেনানিবাসের ৩৮ বীরের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাখাওয়াত হোসেনের নির্দেশে ক্যাপ্টেন মোহাম্মদ আলী হাসান এবং ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদেরর নেতৃত্বে ও ব্রাহ্মণপাড়া সদর বাজার ও উপজেলার সাহেবাবাদ বাজারসহ বিভিন্ন হাট বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় তারা, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ জনবহুল এলাকায় সাধারণ মানুষকে সচতেন করতে হ্যান্ড মাইকের সহায়তার প্রচার চালান। পাশাপাশি গণজমায়েত এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন। গত সোমবার সকালে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। এসময় উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে হ্যান্ড মাইক দিয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ আলী হাসান বলেন, আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন।
থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, দেশের এই ক্লান্তিকালে কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করবেন না। দ্রব্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নিলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সকল তথ্য মেনে চলুন। সাবান, পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া নিশ্চিত করতে হবে। হাত ধোয়া ছাড়া মুখ, চোখ ও নাক স্পর্শ থেকে বিরত থাকবেন। ঘরে থাকুন, নিজ পরিবার ও দেশবাসীকে সুরক্ষিত রাখুন। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখুন।