মুরাদনগরে ২২ দিন পর করোনা রোগীর মৃত্যু

এন এ মুরাদ, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রথম করোনা শনাক্ত হওয়া ব্যক্তি লিটন মিয়া ২২ দিন করোনা ভাইরাসের সাথে লড়াই করে জীবন যুদ্ধে পরাজয় বরণ করেন।
শনিবার দুপুরে রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁঠালিয়া কান্দা গ্রামে হোম আইসোলেশনে তার মৃত্যু হয়।
এই নিয়ে উপজেলায় মোট দুইজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর আগে নাগেরকান্দি গ্রামে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। পরবর্তীতে তার রিপোর্ট পজিটিভ আসে।
উল্লেখ্য- গত ২৫ এপ্রিল মুরাদনগরে সর্বপ্রথম দুইজন করোনায় আক্রান্ত হন। একজন দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের মোঃ মিজানুর রহমান, সে পলাতক রয়েছে। অন্যজন রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁঠালিয়া কান্দা গ্রামের মোঃ লিটন। লিটন আক্রান্ত হওয়ার পর তার পরিবারের আরো চারজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে একজন রয়েছে ইউপি সদস্য। এই ইউপি সদস্যের ছোট ভাই হচ্ছে মৃত লিটন।